ইরানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, ইরানিদের দীর্ঘ রাত শিগগিরই শেষ হবে, এবং সাহায্য আসছে।

স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ সম্পর্কিত একটি পোস্ট প্রকাশ করেন।
পোস্টে সিনেটর লিখেছেন, ‘ইরানের মানুষ: আপনার দীর্ঘ দুঃস্বপ্ন শিগগিরই শেষ হবে। অত্যাচার শেষ করার আপনার সাহস এবং দৃঢ়সংকল্পকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সকল যারা স্বাধীনতাকে ভালোবাসেন, তা লক্ষ্য করেছেন।’
তিনি আরও যোগ করেন, পরিবর্তনের জন্য যারা নিজেদের উৎসর্গ করছেন তাদের একা ছেড়ে দেওয়া হবে না।
সিনেটর ডোনাল্ড ট্রাম্পের নতুন রাজনৈতিক স্লোগান ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ এর অর্থও ব্যাখ্যা করেছেন। গ্রাহামের মতে, এই আহ্বানটির মানে হলো দেশটির ধর্মীয় নেতৃত্বের ওপর প্রতিবাদকারীদের বিজয়।
তিনি জোর দিয়ে বলেন, আয়াতুল্লাহদের শাসনের অধীনে ইরান সত্যিকার অর্থে মহান হতে পারে না। প্রতিবাদ আন্দোলনের সাফল্য রাষ্ট্রের পুনর্জাগরণের জন্য একটি মূল শর্ত। গ্রাহাম আলাদাভাবে তেহরান কর্তৃপক্ষকে আরও সহিংসতার বিরুদ্ধে সতর্ক করেছেন, বর্তমান হোয়াইট হাউস প্রশাসনের দৃঢ়তার কথা উল্লেখ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


