আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিমান বাহিনী সোমবার জানিয়েছে, তাদের কাছে তথ্য এসেছিল ভারতের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া ইরানের একটি বিমানে বোমা আছে।
এমন তথ্য জানার পর দ্রুত যুদ্ধবিমান উড্ডয়ন করে তারা।
কিন্তু পরবর্তীতে ইরান জানায়, বোমা থাকার বিষয়টি সঠিক নয়। এরপর বিমানটি তার নিজ গন্তব্যের দিকে চলে যায়।
ভারতীয় বিমান বাহিনী বিবৃতিতে বলেছে, ভারতীয় যুদ্ধবিমান নিরাপদ দূরত্বে থেকে ইরানের ওই বিমানটিকে অনুসরণ করে এবং বিমানটিকে ভারতের দুটি বিমানবন্দরে অবতরণ করার প্রস্তাব দেওয়া হয়।
কিন্তু বিমানের পাইলট ভারতের মাটিতে অবতরণ করতে অস্বীকৃতি জানান।
বিমান চলাচলের একটি ডাটায় দেখা যায়, যেটি নিয়ে বোমা আতঙ্ক ছড়িয়েছিল সেটি ছিল মহান এয়ার ফ্লাইট ডব্লিউ581 নামের একটি বিমান। এটি ইরানের রাজধানী তেহরান থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ছিল চীনের গুয়াংজু প্রদেশ। এটি মিয়ানমারে প্রবেশের আগে দিল্লির আকাশে কয়েকবার চক্কর দেয়।
সূত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।