আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার (১১ অক্টোবর) তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত আলোচনায় দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের গভীরতা বৃদ্ধি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন এই দুই নেতা। এদিকে তাদের এই আঁতাত উদ্বেগের চোখে দেখছে যুক্তরাষ্ট্র।
পেজেশকিয়ানকে পুতিন বলেছেন, ‘আন্তর্জাতিক পরিসরে আমরা সক্রিয়ভাবে কাঁধে কাঁধ মিলিয়েই অংশগ্রহণ করি। বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতেও যথেষ্ট সাদৃশ্য রয়েছে।’
ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্কের ব্যাপ্তি বৃদ্ধি হচ্ছে বলেও দাবি করেছে রাশিয়া।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে ঘিরে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের চক্ষুশূলে পরিণত হওয়া পুতিন এই যুদ্ধকে অহংকারী ও স্বার্থান্বেষী পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচনা করে থাকেন। সংগ্রামে জয়লাভের জন্য তিনি ‘বৈশ্বিক পূর্ব ও বৈশ্বিক দক্ষিণের’ সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করে যাচ্ছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। ইরানি প্রেসিডেন্ট তার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বৈঠকে পেজেশকিয়ান পুতিনকে বলেছেন, ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে আমাদের বন্ধন দিনে দিনে শক্তিশালী হচ্ছে। দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের সদিচ্ছায় সহযোগিতার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ত্বরান্বিত করার মাধ্যমেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করা সম্ভব।’
বৈঠকের পর ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেছেন, ‘আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। গ্যাস ক্ষেত্র, সড়ক ও রেলপথ নির্মাণ, পেট্রোকেমিক্যাল, জ্বালানি ও বিদ্যুৎক্ষেত্র সহ একাধিক প্রকল্প দ্রুততার সঙ্গে সম্পন্ন করার বিষয়ে সম্মত হয়েছি।’
পেজেশকিয়ান গত মাসে জানিয়েছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধাক্কা সামলে নিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এছাড়া, চলতি মাসে ব্রিকস সম্মেলন শেষে রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তেহরান ও মস্কোর ঘনিষ্ঠতা উদ্বেগের চোখে দেখছে হোয়াইট হাউজ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে তারা। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।