আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় সরাসরি বৈঠকে বসার পরিকল্পনা করছে রিয়াদ। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। খবর পার্সটুডে’র।
জার্মানিতে অনুষ্ঠিত ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরব আগ্রহী যা দুই দেশের স্বার্থ রক্ষা করবে। ফলে আমরা শুধুমাত্র রাজনৈতিক অচল অবস্থার অবসানে আগ্রহী নই বরং আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।”
তিনি বলেন, পঞ্চম দফায় ইরানের সঙ্গে সরাসরি আলোচনার সময়সূচি ঠিক করার চেষ্টা করছে রিয়াদ। তিনি আরো বলেন, তেহরান-রিয়াদ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরব এবং তার প্রতিবেশীদের বিভিন্ন ইস্যুতে অগ্রগতি প্রয়োজন হবে।
সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর বাকির আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে তেহরানের সৌদি দূতাবাসে একদল লোক হামলা চালায়। ২০১৬ সালের জানুয়ারি মাসে ওই হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে।
গত সাত বছর ধরে ইরানের বিষয়ে সৌদি আরব পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুদ্ধংদেহী মনোভাব পোষণ করেছে। তবে সাম্প্রতিক সময়ে রিয়াদ তার অবস্থানে পরিবর্তন এনেছে।
এপ্রিল মাস থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এ দুই গুরুত্বপূর্ণ দেশ ইরাকে চার দফা বৈঠক করেছে তবে এখনো সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয় নি। গত বছরের প্রথম দিক থেকে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহের কথা প্রকাশ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।