আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জাকারবার্গের সঙ্গে ‘কেইজ ফাইট’ তথা খাঁচার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। এই লড়াই ইতালির রোমে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও লড়াইটির আয়োজন নিয়ে পরিকল্পনারও কথা জানিয়েছেন তিনি।
কিন্তু তার পরিকল্পনায় রীতিমতো পানি ঢেলে দিয়েছেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ। জাকারবার্গ মেটার ব্লগিং সাইট থ্রেডে বলেছেন, আমি এই লড়াইটি খুব পছন্দ করি। ইলন যেদিন আমাকে এই লাড়াই নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, আমি সেদিন থেকেই প্রস্তুত আছি।’
জাকারবার্গ আরও বলেন, ‘তিনি (ইলন) যদি কখনও লড়াইয়ের তারিখ চান, তাহলে আপনারা আমার কাছে থেকে জানতে পারবেন। ততদিন পর্যন্ত ধরে নিন, তিনি যা বলছেন তার সঙ্গে আমি একমত নই।’
এর আগে শুক্রবার (১১ আগস্ট) এক এক্স বার্তায় ইলন মাস্ক বলেন, লড়াইয়ের আয়োজন করব আমি নিজে ও জাকারবার্গ, ইউএফসি নয়।’ তিনি আরও বলেন, লড়াই সরাসরি সম্প্রচার করা হবে তার এক্স ও জাকারবার্গের মেটায়।’ ইলন আরও বলেন, ‘আমি ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা রাজি হয়েছেন।’
এর আগে আরেক পোস্টে লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে সারা দিন ভারোত্তোলন করছেন বলে জানিয়েছিলেন ইলন মাস্ক। সেই পোস্টে এক নেটিজেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা যুদ্ধের সভ্য রূপ। ছেলেরা যুদ্ধ ভালোবাসে।’
চলতি বছরের জুনে ইলন মাস্কের এক পোস্টের পর ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গের লড়াইয়ের প্রসঙ্গ আলোচনায় আসে। প্রথমত এক বার্তায় মাস্ক জানান ‘মি. জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি।’
এরপর বার্তাটি জাকারবার্গের নজরে এলে তিনি সেটির স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তার ক্যাপশনে লিখেন, ‘আমাকে ঠিকানা দিন।’ পরে ইলন মাস্ক জাকারবার্গের পোস্টের জবাবে লিখেন, ‘ভেগাস অক্টাগন।’
ভেগাস অক্টাগন হলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত একটি খাঁচায় ঘেরা জায়গা। যার মেঝেতে একটি নরম মাদুর পাতা। যার ওপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেইজ ফাইট চ্যাম্পিয়নশিপ ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।
ইলন মাস্ক বিষয়টি নিয়ে আরও একটি টুইট করেন। সেখানে সদ্য ৫২ বছরে পড়া মাস্ক একটি সিন্ধুঘোটকের ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার একটি দারুণ উদ্যোগ হলো সিন্ধুঘোটকের সঙ্গে লড়াই করা। যেখানে আমি কিছুই করি না বরং প্রতিপক্ষের ওপর শুয়ে থাকি কেবল।’
ধারণা করা হচ্ছে, ভিডিওটি শেয়ার করার মধ্যদিয়ে মাস্ক মূলত জাকারবার্গকে এই বার্তা দিতে চাইছেন যে, বিষয়টি নিয়ে খুব বেশি গুরুত্ব দেয়ার দরকার নেই। পরে আরও একটি টুইটে মাস্ক বলেন, ‘আমি আমার সন্তানদের খেলার ছলে বাতাসে ছুঁড়ে মারা ছাড়া আর কোনো ধরনের শরীরচর্চা করি না বললেই চলে।’ এরপর বিষয়টি এক্স ও মেটায় বেশ আলোচনার জন্ম দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।