জুমবাংলা ডেস্ক : বরগুনায় ১ কেজিতে ৫টি ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার পৌর মাছ বাজারে এ দরেই ইলিশ বিক্রি করতে দেখা গেছে।
বিক্রেতা নান্টু বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত দুইদিন আগে গভীর সাগর থেকে মাছধরা ট্রলারগুলো উপকূলে ফিরে। তাদের ধরা ইলিশে স্থানীয় বাজারগুলোতে সরবরাহ বেড়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ততা বেশি থাকার কারণে ইলিশের দাম কমেছে কেজিতে ৩০০-৪০০ টাকা পর্যন্ত। বাজারে এখনও প্রচুর অবিকৃত ইলিশ মাছ রয়েছে। ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
তিনি আরও বলেন, দেড় কেজি ওজনের বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০-১৬০০ টাকা এক কেজি। ২০০ গ্রাম ওজনের (৫টিতে কেজি) ইলিশ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।
ইলিশ কিনতে আসা পৌর এলাকার বাসিন্দা রহিম মিয়া বলেন, গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কিছুটা কমেছে। ৫ কেজি ছোট ইলিশ কিনেছি ৩৫০ টাকা কেজি দরে। এই ইলিশগুলো আমার বোনের বাড়িতে পাঠাব।
একই বাজারের আরেক ক্রেতা বলেন, বাজারের তুলনায় এই ইলিশের দাম একটু কম থাকায় আমি ৩ কেজি ইলিশ কিনেছি। মাছগুলোও ভালো।
ইলিশ ক্রেতা মোকলেস বলেন, রাতে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০-২০০ ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে।- বাংলানিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।