ইলেকট্রোম্যাগনেটিক গান চালু করল চীন, আছে যত চমক

আন্তর্জাতিক ডেস্ক: ইলেকট্রোম্যাগনেটিক গান বা তড়িৎ-চুম্বকীয় বন্দুক চালু করেছে চীন। সাধারণ বন্দুকের মতো এই বন্দুক থেকেও গুলি বের হবে তকে তার আকৃতি হবে প্রচলিত গুলির চেয়ে আলাদা। তড়িৎ-চুম্বকীয় বন্দুকটি থেকে কয়েন বা পয়সাসদৃশ গুলি বের হবে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চীনের সামরিক প্রযুক্তি প্রকল্পের আওতায় বন্দুকটি বানানো হয়েছে। বন্দুকটিকে প্রথমবারের মতো সামনে আনা হয় চলতি বছরের ২৮ মার্চ। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি বন্দুকটির নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

যদিও নির্মাতাদের দাবি, বন্দুকটি থেকে ছোঁড়া গুলি মানুষের শরীরে প্রবেশ করবে না। অথচ তারাই আবার দাবি করেছে, এ বন্দুকটির গুলি কাঠ ভেদ করতে পারে এবং কাচের বোতল ভেঙে ফেলতে পারে।

ছবি: সিসিটিভি

চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এবং চীনের অন্যান্য সামরিক প্রযুক্তি সংগঠনের সক্রিয় সহায়তায় এই বন্দুকটি তৈরি করা হয়েছে। নতুন এই বন্দুকটির নাম রাখা হয়েছে সিএস/এলডব্লিউ২১। বন্দুকটি থেকে প্রতি মিনিটে প্রায় হাজার খানেক গুলি করা সম্ভব হবে। যা সাধারণ রাইফেলের প্রতি মিনিটে ৭/৮ শ রাউন্ডের তুলনায় অনেক বেশি। এছাড়া বন্দুকটির গুলি তৈরিতে প্লাস্টিক ব্যবহার করায় তা অনেকটা অর্থ সাশ্রয়ী হবে।

নির্মাতাদের দাবি যেকোনো পরিস্থিতিতে প্রাণহানি এড়ানোর লক্ষ্য মাথায় রেখেই বন্দুকটি তৈরি করা হয়েছে। বন্দুকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাঙ্গা-হাঙ্গামা সামাল দিতে দারুণভাবে সহায়তা করবে। পাশাপাশি এর কারণে যেন সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে। তাদের দাবি, বন্দুকটির গঠন ও নকশা খুবই সাধারণ হওয়ায় এটি সহজে বহন এবং ব্যবহার করা যায়।

তারা আরও বলেছেন, বন্দুকটির ট্রিগারের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করায় লক্ষ্যবস্তুর দূরত্ব অনুসারে ফায়ারিং পাওয়ারও সমন্বয় করা যায়। এছাড়া, বন্দুকটির গায়ে থাকা ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি লেভেল, তাপমাত্রা, পাল্লা, ফায়ারিং মুড ইত্যাদি তথ্য দেখানো হবে।

‘মার্কিন অর্থ যেন ইসরাইলের ইহুদি বসতিতে ব্যয় না হয়’, বাইডেনের প্রতি আহ্বান