স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথম ইনিংসে কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েলদের বোলিং দেখেই বোঝা গিয়েছিল ছেড়ে কথা বলবেন ভারতের পেসাররা। হয়েছেও ঠিক তাই। ম্যাচের দ্বিতীয় ইনিংস তথা ক্যারিবীয়দের প্রথম ইনিংসে আগুন ঝরিয়েছেন ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামীরা।
তবে সবার চেয়ে এগিয়ে থেকে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন ইশান্ত। তার এমন বোলিংয়ের পর বড় লিডের আশা জেগেছে সফরকারীদের সামনে।
ম্যাচের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ১৮৯ রান। একাই ৫ উইকেট শিকার করেছেন ইশান্ত। নিজেদের প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় ভারত। ফলে প্রথম ইনিংসে লিড পেতে ২ উইকেট নিয়েই আরও ১০৮ রান করতে হবে স্বাগতিকদের।
শুক্রবার ৬ উইকেটে ২০৩ রান নিয়ে দিনের শুরু করেছিল ভারত। উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত ফিরে যান সংগ্রহে মাত্র ৪ রান যোগ করে। এরপর বোলারদের নিয়ে লড়াই করেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। করেন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দলীয় সংগ্রহকে ২৯৭ রানে নিয়ে যান এ বাঁহাতি। ক্যারিবীয়দের পক্ষে কেমার রোচ ৪ ও শ্যানন গ্যাব্রিয়েল নেন ৩টি উইকেট।
পরে ব্যাট করতে নেমে শুরু পেয়েছিল উইন্ডিজের স্বীকৃত ব্যাটসম্যানদের সবাই। প্রথম সারির সাত ব্যাটসম্যানই দুই অঙ্কের দেখা পান। কিন্তু রোস্টন চেজের ৪৮ ব্যতীত আর কেউই চল্লিশের কোটাও পার হতে পারেননি। অবশ্য তাদের তা করতে দেননি ভারতীয় পেসার ইশান্ত শর্মা।
নিজের শেষ স্পেলে মাত্র ৮ রান খরচায় ৩ উইকেট নিয়ে ক্যারিবীয়দের মিডল অর্ডার ভেঙে দেন ইশান্ত। দিন শেষে তার বোলিং ফিগার ১৩-২-৪২-৫। চেজের ৪৮ ছাড়া শিমরন হেটমায়ার ৩৫ এবং শাই হোপ খেলেন ২৪ রানের ইনিংস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।