আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আঞ্চলিক দেশগুলোতে ইহুদিবাদী ইসরাইলের তৎপরতা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ এবং কোনো দেশের মাধ্যমে ইসরাইলকে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে দেবে না তেহরান। খবর পার্সটুডে’র।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে গতকাল (বৃহস্পতিবার) এক বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি এসব কথা বলেছেন। এ সময় তিনি তেহরান এবং বাগদাদের মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কোনো শত্রু এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না। তিনি বলেন, ইরান আশা করে তার প্রতিবেশীরা বিশেষ করে ইরাক তার মাটিতে কোনো শত্রুকে এমন কোনো তৎপরতা চালাতে দেবে না যা ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।
প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজে-কর্মে ভ্রাতৃত্বের প্রমাণ দিয়েছে, ফলে তেহরান আশা করে শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে প্রতিবেশী দেশগুলো সতর্ক থাকবে।
তিনি বলেন, “ইহুদিবাদী ইসরাইল আঞ্চলিক দেশগুলোতে যে তৎপরতা চালাচ্ছে তা তেহরানের কাছে মোটেই গোপন কিছু নয়। আমরা কোনোমতেই ইসরাইলকে আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে বিশেষ করে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে দেবো না।”
তিনি আরো বলেন, ইরান সবসময় ইরাকের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতিগত ঐক্যের ওপর জোর দিয়েছে যা ইরাকের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করবে। ইরাকের নিরাপত্তা ইরাকের জনগণের মাধ্যমেই নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ইরানকে তারা শুধুমাত্র প্রতিবেশী হিসেবে গণ্য করে না বরং মিত্র এবং বন্ধু বলে মনে করেন। ফলে ইরাকের ভূখণ্ড কখনো ইরান-বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করার সুযোগ দেয়া হবে না কাউকে। তিনি আরো বলেন, ইরানের সহযোগিতায় বাংলাদেশ তেহরানের জন্য যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বানচাল করতে প্রস্তুত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।