আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে রবিবার ইসরাইলি বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসে দম বন্ধ হয়ে এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আনাদোলুর।
কাজে যোগ দিতে পশ্চিমতীরের তুলকারেম শহরে যাওয়ার পথে ফুয়াদ জওদেহ (৫০) নামে ওই ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের হামলার শিকার হন।
অবরুদ্ধ নাবলুস শহরের ফেরাউন গ্রাম থেকে তিনি জাফায় কাজ করতে যাচ্ছিলেন।
দখলদার ইসরাইলি বাহিনী ১৯৪৮ সাল থেকে পশ্চিমতীরের বিভিন্ন এলাকা অবরুদ্ধ করে রেখেছে। তাদের অনুমতি ছাড়া এখান থেকে বের হলেই ইসরাইলি বাহিনী নির্বিচারে গুলি চালায়।
ইসরাইলি বাহিনীর অবরোধের কারণে গত ২০ দিন ধরে কাজে যেতে পারছিলেন না ফুয়াদ। চার সন্তানের জনক অনেকটা মরিয়া হয়েই কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।
কিন্তু দখলদার ইসরাইলি সেনাদের বর্বতায় তার আর কাজে যাওয়া হলো না। পশ্চিমতীরের নাবলুসে ফুয়াদের কফিন নিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।