ইসরাইলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি বাহিনী গাজায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। উপত্যকাটির সীমান্তে বিক্ষোভকালে গুলি চালিয়ে দুই নিরস্ত্র প্রতিবাদীকে হত্যা করা হয়েছে। এছাড়া ইহুদি রাষ্ট্রটির বিমান হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এছাড়া ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে দুই ইহুদি সেনাও আহত হয়েছেন। প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজার মধ্যস্থলে তাদের অবস্থানে ইসরাইলি বোমা হামলায় তাদের দুই যোদ্ধা নিহত ও তিনজন আহত হয়েছেন।

পরবর্তীতে ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার অধিকার দাবিতে সীমান্ত বিক্ষোভে ইসরাইলি স্নাইপারদের গুলিতে দুজন নিহত হন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার সীমান্ত বরাবর বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছেন। বিক্ষোভকারীরা উপত্যকাটিতে মিসর ও ইসরাইলের এক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার দাবি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় ইহুদি স্নাইপারদের হত্যাযজ্ঞের মুখে কয়েক লাখ ফিলিস্তিনি নিজেদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।