আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৬৪ জন। খবর আনাদোলুর।
রবিবার ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন, আর নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৭ জন। খবর আনাদোলুর।
এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৫ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে কোভিড-১৯ করোনাভাইরাসের রোগীর চিকিৎসায় শতভাগ সফলতার দাবি করেছিল ইসরাইল। ভাইরাসে আক্রান্ত ও উচ্চ মাত্রায় ঝুঁকিপূর্ণ ৬ রোগীর ওপর প্লাসেন্টা সেলথেরাপি ব্যবহার করে এই সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির চিকিৎসা প্রতিষ্ঠান প্লুরিস্টেম।
এই পদ্ধতি এখন করোনা চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। প্রতিষ্ঠানটি বলছে, ওইসব রোগীর সবাই শুধু বেঁচেই ওঠেননি, তাদের মধ্যে চারজনের শ্বাসতন্ত্রের সংক্রমণেও অনেকটা উন্নতি দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।