আন্তর্জাতিক ডেস্ক : ৭ অক্টোবর ইসরাইলের দখল করা অঞ্চলে হামাস সরকারের অভিযানের পর থেকে প্রতি তিনজনে একজন ইসরাইলি নাগরিকের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) বা এক ধরনের ‘মানসিক আতঙ্কের’ উপসর্গ দেখা দিয়েছে, সম্প্রতি এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
ইসরাইলের আচভা একাডেমিক কলেজ, হাইফা ইউনিভার্সিটি এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা সমীক্ষাটি পরিচালিত হয়েছে।
সোমবার ইসরাইলের হারেৎজ পত্রিকা জানিয়েছে, এ সমীক্ষায় গাজায় ইসরাইলি হামলা এবং পরবর্তী যুদ্ধ নিয়ে ১৮ বছর বা তার বেশি বয়সী ৪২০ জন ইসরাইলি নাগরিকের মতামত নেয়া হয়েছে।
গবেষকরা বলছেন, সমীক্ষায় অংশ নেয়া নাগরিকদের মধ্যে ৩৪ শতাংশের পিটিএসডির উপসর্গ রয়েছে। আর যারা সরাসরি চলমান পরিস্থিতির সাথে সম্পর্কিত বা যাদের স্বজনরা হতাহত হয়েছে তাদের ৫০ শতাংশের মধ্যে পিটিএসডির লক্ষণ দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ৭ অক্টোবরের পর থেকে গাজায় চলমান ইসরাইলি গণহত্যা এবং হামাসের পাল্টা আক্রমণের আশঙ্কায় রয়েছে ইসরাইলের অধিকাংশ নাগরিক। ভবিষ্যতে কী হবে? এ নিয়েও দুশ্চিন্তা তাদের।
পিটিএসডি একটি মানসিক রোগ। আতঙ্কিত হওয়ার মতো (ট্রমাটিক) কোনো ঘটনার সম্মুখীন হলে যেকেউ মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে এবং পিটিএসডি ভুক্তভোগীতে পরিণত হতে পারে।
লোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলালোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলা
পিটিএসডিতে আক্রান্ত হলে নেতিবাচক আবেগ ও ভাবনার সৃষ্টি হয় এবং নেতিবাচক স্মৃতি মনে পড়তে থাকে। তবে আক্রান্তদের অধিকাংশই ধীরে ধীরে সেরে ওঠে।
পিটিএসডি আক্রান্তদের চারপাশে যা যা হচ্ছে, তা নিয়ে তারা অতিমাত্রায় দুশ্চিন্তা করে এবং আরাম (রিল্যাক্স) করতে পারে না। কোনো বিষয়ে তারা সহজেই উত্তেজিত হয়ে বাড়াবাড়ি রকমের প্রতিক্রিয়া দেখায়। পাশাপাশি ঘুমের ব্যাঘাত, খিটখিটে মেজাজ ও বেপরোয়া মনোভাব দেখা দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।