Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চিরবৈরি দুই দেশ ইসরাইল ও ইরান। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, ছোট খাটো হামলা পাল্টা হামলা নিত্য ঘটনা।
তবে এবার ইরান বড়সড় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার নেতানিয়াহু এক বিবৃতিতে এ দাবি করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলা প্রতিহত করতে যা কিছু সম্ভব সবই করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার নেতানিয়াহুকে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করেন দেশটির এক অ্যাটর্নি জেনারেল। তিনটি পৃথক মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।