
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি নারী রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা খালিদা জারার। খবর আল জাজিরা’র।
প্রায় দুবছর কারাবন্দি করে রাখার পর রবিবার বিকালে জারারকে মুক্তি দেয় ইসরাইল।
জেনিন শহরের সালিম চেকপয়েন্টে বর্তমানে নিষ্ক্রিয় ফিলিস্তিন আইন পরিষদের এ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।
জারারকে ২০১৯ সালের ৩১ অক্টোবর রামাল্লায় তার বাসভবন থেকে তুলে নিয়ে যায় ইসরাইল। এর মাত্র আট মাস আগে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ওই সময় বিনাবিচারে তাকে ২০ মাস জেলে রাখা হয়েছিল।
গত জুলাইয়ে স্বাস্থ্য জটিলতায় মারা যায় জারারের কন্যা। সেই সময় তার মুক্তির জন্য ব্যাপক চাপ প্রয়োগ করা হলেও তাতে সাড়া দেয়নি ইসরাইল।
ফিলিস্তিনে ২০০৬ সালের নির্বাচনে পিএলসির সদস্য নির্বাচিত হন জারার। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


