আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রতি জার্মানির নিঃশর্ত সমর্থনের নিন্দা জানিয়েছেন জার্মান ইহুদি লেখিকা ডেবোরা ফেল্ডম্যান। এ সময় তিনি বার্লিনকে ইহুদি রাষ্ট্রের প্রতি তার নীতি পুনর্বিবেচনা করার আহ্বানও জানিয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিউনিখভিত্তিক গণমাধ্যম সুডুচে জেইতুংকে দেয়া এক সাক্ষাতকারে ফেল্ডম্যান বলেন, ইসরাইলি সরকারের প্রতি শর্তহীন সংহতি নিয়ে জার্মানির পুনর্বিবেচনা করা দরকার।
এ সময় তিনি ইহুদি রাষ্ট্রটির সমালোচক জার্মান ইহুদিদের অসম্মান করার বিষয়েও সরকারের প্রতি অভিযোগ করেন।
ফেল্ডম্যান আরো বলেছিলেন, তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের বিবৃতিতে দ্বিমত পোষণ করেন। ওলাফ বলেছিলেন, ইসরাইলের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না।
ইসরাইলে এমন অনেক কণ্ঠস্বর রয়েছে যারা স্পষ্টতই এই সহিংসতাকে অত্যধিক ও অসামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখে। পানি বঞ্চিত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বেসামরিক হতাহতের ঘটনা স্বীকার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমি জানি না কোন আন্তর্জাতিক আইনজীবী (চ্যান্সেলর) ওলাফ স্কোলজকে এই কথা বলেছেন।
জার্মান ইহুদি বুদ্ধিজীবীরা ইসরাইলের প্রতি বার্লিনের নিঃশর্ত সমর্থনের বিরোধিতায় অগ্রণী ভূমিকা নিয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।