জুমবাংলা ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। ইসরায়েল মানবতার দুশমন।
আজ (১০ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা।
তারা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন এজন্য তাঁকে ধন্যবাদ। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিৎ আরো কঠিন পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা।’
খেলাফত আন্দোলনের নেতারা আরও বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাচ্ছি।
সমাবেশ শেষে ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে যায়। মিছিলে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।