ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোকে ইসরায়েলি দখলদার শাসনের আগ্রাসী কার্যক্রম মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে পেজেশকিয়ান ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে অপরাধমূলক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এসব আচরণ আন্তর্জাতিক নীতি ও সীমারেখার প্রকাশ্য অবজ্ঞা প্রকাশ করছে।
পেজেশকিয়ান আরও বলেছেন, কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার প্রসঙ্গে, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এই অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান নিতে হবে। তিনি জোর দেন, ইসরায়েল কোনো আন্তর্জাতিক কাঠামো বা নীতিমালা মানে না এবং ইচ্ছেমতো যেকোনো দেশকে আক্রমণ করে; এই আগ্রাসী মনোভাব দূর করার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।