যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি বাধাগ্রস্ত হবে না। গতকাল গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে। ইসরায়েল ওই হামলা চালায় যখন তারা বলছে একটি হামলার জবাবে তাদের এক সৈন্য নিহত হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এমনটাই আমি বুঝেছি, তারা (ইসরায়েল) একজন সৈন্য হারিয়েছে; তারা পাল্টা হামলা করেছে এবং উচিত কাজই করেছে।’ তিনি আরও বলেন, ‘যদি তাদের ওপর আক্রমণ হয়, তারা পাল্টা হামলা করবে।’
স্থানীয় স্বাস্থ্যকর্তারা দাবি করেছেন, ওই বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন; বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে পাঁচজন, গাজা সিটির সাবরা এলাকায় একটি ভবনে চারজন এবং খান ইউনিসে একটি গাড়িতে পাঁচজন নিহত হয়েছেন।
ইসরায়ি সামরিক কর্মকর্তারা বলেছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং যেসব ইসরায়েলি বাহিনী ‘হলুদ রেখা’ হিসেবে চিহ্নিত এলাকায় মোতায়েন ছিল সেখানে হামলা চালানো হয়েছে। ইসরায়ি সামরিক বাহিনী ওই সৈন্যের মৃত্যুর বিষয়টি বুধবার নিশ্চিত করে।
গত ১০ অক্টোবর শুরু হওয়া ওই যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি দুই বছর ধরে চলা সংঘাত থামিয়েছিল। তবে দুইপক্ষই একে অপরকে নিয়মিতভাবে লঙ্ঘনের অভিযোগ করেছে।
হামাস শনিবারের রাফাহে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হওয়া আক্রমণের দায় অস্বীকার করেছে এবং তাদের ঘোষণায় তারা এখনও যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছে বলে জানিয়েছে।
সূত্র:রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



