Advertisement
জুমবাংলা ডেস্ক : পারিবারিক বিরোধের জেরে বরিশালের উজিরপুরে অধ্যাপক নিরু রায়হান হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
রোববার (৭ মার্চ) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সৈয়দা শাহিন আক্তার অভিযোগ করেন, সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অধ্যাপক নিরু রায়হান। এরপর ইসলামী শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়। এ কারণে পারিবারিক জমি নিয়ে ভাইদের সঙ্গে নিরুর বিরোধ চলছিল।
এরই জেরে ২০১৯ সালের ২১ এপ্রিল বাড়িতে গেলে ভাইয়েরা তাকে হত্যা করে বলেও জানান তিনি।
এ ঘটনায় ২০২০ সালের ১২ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন শাহিন আক্তার। মামলাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।