আন্তর্জাতিক ডেস্ক : ‘জ্ঞান হোক আল্লাহর উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে শারজাহ ইসলামিক ফোরামের ২৫তম অধিবেশন। ফোরামের মহাসচিব ড. মাজিদ আবদুল্লাহ বুশলাইবি আনুষ্ঠানিকভাবে এ সভার উদ্বোধন করেন।
এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে শারজাহের শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমির পৃষ্ঠপোষকতায়। ইসলামী চিন্তা, মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে সমাজ গঠনে অবদান রাখার লক্ষ্যে প্রতিবছর এই বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়; আর এবারের আয়োজনে যোগ হয়েছে নতুন মাত্রা।
এ উপলক্ষে ড. বুশলাইবি শারজাহ ২৪-কে একান্ত সাক্ষাৎকারে জানান, অধিবেশন উপলক্ষে একটি বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে, যা ২১ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চলবে। কোর্সটি অনুষ্ঠিত হবে শারজাহের আল মাগফিরাহ মসজিদে।
এতে অংশ নেবেন ইসলামী জ্ঞানে পারদর্শী একদল পণ্ডিত, যাঁরা কোরআন-সুন্নাহভিত্তিক পাঠ, আধুনিক চিন্তা-ভাবনা ও সমাজবোধের আলোকে বিভিন্ন আলোচনা উপস্থাপন করবেন। তিনি আরো বলেন, এই জ্ঞানসভা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে সুদৃঢ় করার একটি বাস্তবিক প্রচেষ্টা।
সমাজে ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি, সঠিক ইসলামী জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ভিত্তিতে গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শারজাহ ইসলামিক ফোরামের এই ধারাবাহিক আয়োজন এরই মধ্যে একটি আদর্শ প্ল্যাটফর্মে রূপ নিয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.