ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী

জুমবাংলা ডেস্ক : ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়ন বিশেষ রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র ম্যানেজার প্রেম সুগুনেশ। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ ও মোঃ আলতাফ হুসাইন।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে ডিজিটাল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডেতে নগদ ১ লাখ টাকা করে পেয়েছেন মোট ২০ জন। ক্যাম্পেইন শেষে মেগা বিজয়ী প্রবাসী পেয়েছেন ৩ লাখ টাকা, যার মধ্যে ছিল মরিশাস থেকে বাংলাদেশে আসা-যাওয়ার বিমান টিকিট। মেগা পুরস্কার পেয়েছেন ব্যাংকের ভান্ডারিয়া শাখার গ্রাহক মরিশাস প্রবাসী মোঃ বেল্লাল।

ইচ্ছাকৃত ঋণখেলাপির জন্য দায়ী সরকারের পলিসি