জুমবাংলা ডেস্ক: জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এলএলএম শ্রেণিতে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান (ট্র্যাফিকিং ইন পারসনস অ্যান্ড স্মাগলিং অব মাইগ্রেন্টস) বিষয়ে কোর্স স্প্রিং ২০২৩ সেমিস্টার থেকে চালু করছে ইস্টার্ন ইউনিভার্সিটি। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কোর্স শুরু হওয়ার ঘটনা এটাই প্রথম। ১০ ফেব্রয়ারি থেকে স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে।
কোর্স শুরু হওয়া উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার কক্ষে সম্প্রতি এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের অনারারি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি ছিলেন ইউএনওডিসির জিএলওডটএসিটি প্রকল্পের সমন্বয়কারী এমি কমহি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান’ বিষয়ে কোর্স চালুর যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে বিশেষ অতিথি এমি কমরি বলেন, ‘প্রচলিত পাঠ্যসূচির পাশাপাশি দুর্নীতি, অপরাধ, মানব পাচার, অভিবাসী চোরাচালান, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। এসব অপরাধ দমনে আমরা তাদের ভেতর ইতিবাচক মানসিকতা তৈরি করে দিতে চাই’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিয়েনায় ইউএনওডিসির সদরদপ্তরে কর্মরত কর্মসূচি ব্যবস্থাপনা কর্মকর্তা ইউরিডিস মার্কেজ। শুভেচ্ছা বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আনোয়ার জাহিদ। নতুন কোর্সের সার্বিক দিক তুলে ধরেন বাংলাদেশে ইউএনওডিসির জিএলওডটএসিটি প্রকল্পের জাতীয় সমন্বয়কারী মাহদি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের চেয়ারপারসন এবিএম ইমদাদুল হক খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।