জুমবাংলা ডেস্ক: ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপাচার্য তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে শ্যামলীর দিকে যাচ্ছিলেন।
১৭ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উল্টো দিক থেকে আগারগাঁওয়ের দিকে আসার বাইপাস সড়কে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
উপাচার্য জানান, বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে তাঁর গাড়ির সামনের, পেছনের এবং দুই পাশের সব কাচ ভেঙে দিয়েছে। এ সময় কাচের কয়েকটি টুকরো তার হাতে লাগলে তিনি আহত হন।
তিনি বলেন, হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে।
সকালে বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বহু গাড়ি ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।