জুমবাংলা ডেস্ক : একজন চাকরি প্রার্থীকে সবার আগে সিদ্ধান্ত নিতে হয়, তিনি কি ধরণের চাকরি করতে চান। মানে কোন পেশায় ক্যারিয়ার গঠন করতে চান। আর সেজন্য ক্যারিয়ারের পরিকল্পনা করতেই হবে। সঙ্গে থাকে জীবন কি, জীবনের মানে কি, সেই জীবনে কাকে জড়াবেন – ইত্যাদি নানান ভাবনা।
এসব ভাবনার সমাধানে কিছু দিক নির্দেশনা দিতে ‘গ্রুম ইওর ক্যারিয়ার’ শীর্ষক একটি অনুষ্ঠান ইস্টার্ন ইউনিভার্সিটির ফেসবুক পেইজ থেকে সম্প্রতি (১৯ জানুয়ারি) প্রচারিত হয়েছে। সোসাইটি ফর লিডারশীপ স্কিলস ডেভেলপমেন্ট-এসএলএসডি নামে একটি প্রতিষ্ঠান এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড সহিদ আকতার হুসাইন। সম্মানিত অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড আব্বাস আলী খান। প্রশিক্ষক ছিলেন রাইজারসনেক্সটের সিইও মো আশিকুজ্জামান। সফট স্কিলসকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠান এসএলএসডির প্রেসিডেন্ট ও সিইও অধ্যাপক মইনুদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক ড নায়লা আল মাহমুদা। তিনি এসএলএসডির সহযোগী সংগঠন ক্যারিয়ার স্কিলস ডেভেলপমেন্ট ক্লাব–সিএসডিসির চেয়ারপারসন হিসেবে ভলানটারি দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী।
‘গ্রুম ইওর ক্যারিয়ার’ শীর্ষক অনুষ্ঠানটি ছিল ইস্টার্ন ইউনিভার্সিটির ফেসবুক পেইজ থেকে প্রচারিত লাইভের ৩৬ তম পর্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।