জুমবাংলা ডেস্ক : ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্টে জয়ী হয়েছে রাজবাড়ী জেলা। ফুটবলের জনপ্রিয়তাকে সারা দেশে ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবার ফরিদপুরের চর ভদ্রাসনের চরসুলতানপুরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার (২১ অক্টোবর) বেলা ৩টায় চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ মোহসিন বেগ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব আর্কিটেক্ট মুজাহিদ বেগ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী মোর্শেদ, বিকেএসপি মহাব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ, ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার মিজানুর রহমান ও ডিভিশনাল ম্যানেজার এস এম তারিকুল ইসলাম প্রমুখ।
এই টুর্নামেন্টে বিকেএসপিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী জেলা ফুটবল দল। এবারের টুর্নামেন্টে অংশ নেয় আট দল। অন্য দলগুলো হলো ফরিদপুর ফুটবল একাডেমি, ঝিনাইদহ জেলা ফুটবল দল, কুষ্টিয়া জেলা ফুটবল দল, নাটোর জেলা ফুটবল দল, মাগুরা জেলা ফুটবল দল ও যশোরের শামস উল হুদা একাডেমি।
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে ইস্পাহানি সব সময়ই সচেষ্ট। ইস্পাহানি সারা দেশের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের নিয়মিত পৃষ্ঠপোষক। এ ছাড়া ক্রিকেট, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, ব্রিজ, গলফসহ বিভিন্ন খেলায় ইস্পাহানি পৃষ্ঠপোষকতা করে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।