ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ক্যানি ওয়েস্টের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন

ক্যানি ওয়েস্ট

ক্যানি ওয়েস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত গীতিকার এবং ফ্যাশন ডিজাইনার। একবিংশ শতাব্দীর সেরা মিউজিশিয়ানদের একজন বলা হয় এ মার্কিন তারকাকে। সম্প্রতি ইহুদি ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তিনি আবার ইন্টারনেটে ভাইরাল হয়েছেন।

ক্যানি ওয়েস্ট

ইহুদি ধর্মের মানুষকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার ইনস্টাগ্রাম একাউন্ট এর উপর বিধি-নিষেধ আরোপ করা হয়। একজন গ্রাহকের সামাজিক মাধ্যমে যখন বিধি-নিষেধ আরোপ করা হয় তখন সে অনেক ফিচার ও অপশন ব্যবহার করা থেকে বঞ্চিত হন।

তিনি ইহুদি ধর্মের মানুষকে নিয়ে পোস্ট করার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে এটি অটোমেটিক ডিলেট হয়ে যায়। ইনস্টাগ্রাম এর এ ধরনের আচরণে বিস্মিত হয়েছেন ৪৫ বছর বয়সী এ গীতিকার।

মেটা কোম্পানি জানায় যে, ওয়েস্ট আমাদের নিয়ম ও বিধিমালা লঙ্ঘন করেছেন। এজন্য তার একাউন্টে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে।

ওয়েস্ট দাবি করেছেন যে, যীশু ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। তার পোস্টটি ডিলিট হওয়ার পরেও তিনি স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন এবং তা পুনরায় ভক্তদের সাথে শেয়ার করেছেন।

তিনি এ পোস্ট দেওয়ার পর একজন কমেন্টে বলেন যে, এ ধরনের কথাবার্তা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তিনি অক্টোবরের সাত তারিখে ইনস্টাগ্রাম এ বিতর্কিত পোস্টটি করেছিলেন।

ওই পোস্টটি করার পর অনেকেই তাকে এ ধরনের কথা না বলার জন্য অনুরোধ করেন। ওয়েস্ট পরবর্তী সময়ে জানান যে, আমি কোন গেম খেলছি না বা কারো সাথে মজা করছি না।

এর আগে প্যারিসের ফ্যাশন উইকে ‘হোয়াইট লাইভস ম্যাটার’ লেখা রয়েছে এরকম একটি শার্ট পরিধান করায় তাকে সমালোচনার মুখে পড়তে হয়। এ নিয়ে তিনি তার পিতার সাথেও বিতর্কে জড়িয়েছেন।

সমালোচনার জবাবে ওয়েস্ট বলেন যে আমি যা অনুভব করি ও যা চিন্তা করি সেটাই সবার সাথে শেয়ার করি। আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি সব সময় সেটাই বলার চেষ্টা করি। আমি মনে করি আমার সাথে ঈশ্বরের কানেকশন রয়েছে।