জুমবাংলা ডেস্ক : ৫০ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিলসহ গ্রেফতারের পর খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এসএম রাজু হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে। বহিষ্কার হওয়া রাজু নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের একটি অংশ নিয়ন্ত্রণ করতেন।
বুধবার (০৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে প্রেরিত ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএম রাজু হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা মহানগর ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক এসএম রাজু হোসেনকে বহিষ্কার করে খুলনা মহানগর ছাত্রলীগ।
নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। একইসঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হলো।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মঙ্গলবার রাতে নগরীর বাগমারা এলাকায় ফেনসিডিল সেবনের সময় দুই যুবককে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করলে রাজুর পকেটে টিস্যুর ভেতর মোড়ানো ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।