
জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ঘুর্ণিঝড় ইয়াসে সারা বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ ক্ষতিগ্রস্ত এলকাগুলোতে দ্রুততার সাথে পুনর্বাসনসহ মেরমতের কাজ শুরু করে দিয়েছে সরকার।
ইয়াসের সময় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার ফলে তাৎক্ষণিক পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের কারনে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক কম হয়েছে।
শুক্রবার পদ্মার ডান তীর রক্ষা বাঁধের শরীয়তপুরের নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আসন্ন বর্ষা ও বন্যাকে সামনে রেখে ক্ষয়ক্ষতি হ্রাসে সরকার করোনা দুর্যোগের মধ্যেও সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্বপূর্ণ নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড করোনা দুর্যোগের মধ্যেও বিরামহীন কাজ করার প্রেক্ষিতে নির্দিষ্ট কাজ সমাপ্তসহ সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছে। আশা করছি ইনশাআল্লাহ এবারের বর্ষায়ও গত বছরের মতো বর্ষা ও বন্যায় সারা দেশের ঝুঁকিপূর্ণ ও ভাঙ্গন কবলিত এলাকার ক্ষয়ক্ষতি হ্রাসে আমরা সক্ষম হবো।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।