জুমবাংলা ডেস্ক : বাড়ি গিয়েছিলেন ঈদুল আজহা পালন করতে। কিন্তু ঢাকা ফেরার পথে একটি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ফরিদ উদ্দিন আহমেদ (৬৫) নামে দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতির। এ ঘটনায় তার নাতনী মাসকুরা (২) আক্তারও নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। উপজেলা বিএনপির সভাপতির পদ ছাড়াও ফরিদ উদ্দিন আহমেদ একজন বিশিষ্ট আয়কর আইনজীবী ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিলেন।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন শেষে অ্যাডভোকেট ফরিদ তার পরিবারের পাঁচ সদস্য নিয়ে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন। সেটি ভবের চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ফরিদের নাতনি মাসরুকা হয়।
গাড়িতে থাকা ফরিদ ও তার স্ত্রী লুৎফুর নাহার (৫৫), ছেলে মামুনুর রশিদ (৩৮), ছেলের বউ ফাহমিদা সুলতানা (৩০) ও ড্রাইভার গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেওয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার হাসপাতালে ফরিদ উদ্দিনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় তার স্ত্রী, ছেলে ও ছেলের বৌকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা ও বিএনপির এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
আজ বুধবার দুপুরে নিহত মুক্তিযোদ্ধা ফরিদের গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে দাফন করা হয়।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.