ঈদে ট্রেনের টিকেট নিয়ে ঘরমুখী মানুষের আগ্রহের কমতি নেই। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ঈদে ট্রেনের টিকেট বিক্রি শুরু করেছে। প্রথম দিনেই মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের আন্তঃনগর ট্রেনের সব টিকিট।
রেলওয়ের সূত্র থেকে জানা যায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে টিকেট কেনার জন্য প্রায় ২০ লাখ হিট পড়েছে রেলসেবা অ্যাপস এবং ওয়েবসাইটে। ফলে, নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসসহ উত্তরাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। একই অবস্থা হয়েছে ঢাকা-রাজশাহী এবং ঢাকা-খুলনা রুটেও।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, “আজকে ২৪ মার্চের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে। মোট ৪৩টি আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি করা হবে। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৫ হাজার ৭৭৩টি টিকিট প্রথম দিনেই শেষ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “টিকেটের চাহিদা তুলনামূলক অনেক বেশি হওয়ায় সবাইকে টিকেট দেওয়া সম্ভব হচ্ছে না। তবে রেলওয়ের পক্ষ থেকে অনলাইনে টিকেট বিক্রি প্রক্রিয়া সম্পূর্ণ নির্বিঘ্ন হয়েছে।”
রেলওয়ের ঘোষণা অনুযায়ী আগামীকাল ১৫ মার্চ ২৫ মার্চের, পর্যায়ক্রমে ১৬ মার্চে ২৬ মার্চের, ১৭ মার্চে ২৭ মার্চের, ১৮ মার্চে ২৮ মার্চের, ১৯ মার্চে ২৯ মার্চের এবং ২০ মার্চে ৩০ মার্চের ঈদে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি হবে।
টিকিট কাটার ক্ষেত্রে কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ঈদে ট্রেনের টিকেট পেতে হলে যা করতে হবে:
১. নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত থাকুন এবং নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করুন।
২. একাধিক ডিভাইস থেকে চেষ্টা করুন যেন সুযোগ বৃদ্ধি পায়।
৩. ইন্টারনেট সংযোগের গতি ভালো রাখুন।
৪. টিকেট কেনার সময় প্রয়োজনীয় তথ্য আগেই হাতে রাখুন।
৫. বিকল্প রুট এবং ট্রেনের ব্যাপারেও প্রস্তুতি রাখুন, এতে টিকেট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।