আন্তর্জাতিক ডেস্ক: ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। আগামী ২৯ রমজান বা স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে টানা চারদিনে ছুটি পাচ্ছেন দেশটির বেসরকারি ও অলাভজনক বিভাগে কর্মরত সকল নাগরিক এবং প্রবাসীরা। তবে অনেকেই স্বজনদের সঙ্গে সময়টা উপভোগ করতে নিয়েছেন বাড়তি ছুটি।
পবিত্র ঈদুল ফিতরের ছুটির অপেক্ষায় থাকেন সৌদি আরবে কর্মরত প্রবাসীরা। দেশে থাকা স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগে ছুটে যান মাতৃভূমিতে। ঈদ আসতে বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে ঈদুল ফিতরের ছুটির তারিখ ঘোষণা করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
২০ এপ্রিল থেকে চারদিনের জন্য ঈদুল ফিতরের ছুটি পাবেন সবাই। বাড়তি ছুটি কাটাতে প্রবাসীরা নিজ স্পন্সর বা কফিল থেকে অতিরিক্ত সময় নিয়ে দেশে ফেরা শুরু করেছেন।
এরইমধ্যে বিভিন্ন ট্রাভেল অফিস থেকে বিমানের টিকেট সংগ্রহ করার পাশাপাশি স্বজনদের জন্য প্রয়োজনীয় ঈদের কেনাকাটা শেষ করে প্রতিদিনই দেশে ফিরছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি।
প্রতি বছর ঈদ উপলক্ষে সৌদি আরব থেকে ঈদের ছুটি উপভোগ করতে দেশে ফেরেন কয়েক লাখ প্রবাসী।
স্কুলে যেতে অনুপ্রাণিত করতে পাঁচ বছরের মেয়েকে বিলাসবহুল গাড়ি উপহার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।