লাইফস্টাইল ডেস্ক : ঈদের ছুটিতে আনন্দময় ভ্রমণের পাশাপাশি বাসার নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই পরিবারের সঙ্গে গ্রামে বা অন্য কোথাও বেড়াতে যান, ফলে ফাঁকা বাসায় চুরির আশঙ্কা বেড়ে যায়। তাই ঈদযাত্রার আগে কিছু সাবধানতা অবলম্বন করলে দুশ্চিন্তামুক্তভাবে ঈদের ছুটি উপভোগ করা সম্ভব।
ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করুন
ঈদের ছুটিতে বাসার নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা কার্যকরী উপায় হতে পারে। দূরে থেকেও স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বাসার পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়। তবে যদি সিসিটিভি স্থাপনের সুযোগ না থাকে, তবে বিশ্বস্ত প্রতিবেশীকে বলে যেতে পারেন যেন তিনি মাঝে মাঝে বাসার দিকে খেয়াল রাখেন। এছাড়া, বাড়িওয়ালার সঙ্গে কথা বলে জানতে পারেন নিরাপত্তার দায়িত্বে কারা থাকবেন এবং তাদের যোগাযোগ নম্বর সংগ্রহ করতে পারেন।
মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখুন
ঈদের ছুটিতে বাসা ফাঁকা থাকলে চুরি হওয়ার আশঙ্কা থাকে, তাই মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত স্থানে রাখা জরুরি। ব্যাংকের লকার ব্যবহার করতে পারেন, আর বাসায় রাখলে আলমারিতে তালা দিয়ে রাখতে হবে। মূল্যবান সামগ্রী ঢেকে রাখার জন্য কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে সহজে নজরে পড়বে না।
বাসার দরজা-জানালা বন্ধ রাখুন
অনেক সময় ছোটখাটো ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তাই বাসা ছাড়ার আগে প্রতিটি দরজা ও জানালা ভালোভাবে বন্ধ করে নিন। জানালা খোলা থাকলে বৃষ্টির পানি ঢুকে আসবাব নষ্ট হতে পারে, পাশাপাশি চোরও সহজে প্রবেশ করতে পারে। প্রতিটি কক্ষ আলাদা করে বন্ধ করলে কেউ বাসায় ঢুকলেও সব জায়গায় সহজে যেতে পারবে না।
পোষ্য প্রাণীর দেখভাল নিশ্চিত করুন
যদি বাসায় পোষ্য প্রাণী থাকে, তবে বিশ্বস্ত বন্ধু বা প্রতিবেশীর কাছে তাদের প্রয়োজনীয় খাবারসহ রেখে যেতে পারেন। অনেকে অর্থের বিনিময়ে পোষা প্রাণীর দেখভাল করে থাকেন, সেক্ষেত্রে তাদের সহায়তা নিতে পারেন। বিড়াল থাকলে সম্ভব হলে সঙ্গে নিয়েও যেতে পারেন।
গাছপালা রক্ষণাবেক্ষণ করুন
বাসার গাছগুলোর যত্ন নেওয়ার জন্য বাড়িওয়ালা বা দারোয়ানকে বলে রাখতে পারেন। গাছ ছাদে বা এমন জায়গায় রাখতে হবে যেখানে নিয়মিত পানি দেওয়া সম্ভব।
অন্যান্য সতর্কতা
১. গ্যাসের চুলা ও মিটার সুইচ বন্ধ করুন।
২. বারান্দায় কোনো পোশাক ফেলে যাবেন না।
৩. ফ্যান, লাইট ইত্যাদির সুইচ বন্ধ রাখুন।
৪. বাসার আর্থিং ব্যবস্থা ঠিক আছে কিনা, তা নিশ্চিত করুন।
৫. পানির কল বন্ধ রেখে যাবেন।
৬. কোথাও পানি জমিয়ে যাবেন না।
৭. কমোডের ঢাকনা বন্ধ রাখুন।
৮. ঘরের মেঝে পরিষ্কার করে রাখুন।
৯. ভেজা কাপড় কোথাও রেখে যাবেন না।
ঈদের ছুটিতে নির্ভয়ে আনন্দ উপভোগ করতে বাসার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ক্লোজড সার্কিট ক্যামেরা, মূল্যবান জিনিসের সুরক্ষা, দরজা-জানালা বন্ধ রাখা, পোষ্য প্রাণী ও গাছপালার যত্ন নেওয়া—এসব ব্যবস্থা গ্রহণ করলে আপনার বাসা নিরাপদ থাকবে। তাই ঈদযাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।