জুমবাংলা ডেস্ক: ঈদের ছুটিতে ঢাকার বাইরে গেলে মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোন স্থানে রেখে যাওয়ার পরামর্শও দিয়েছেন ডিএমপি কমিশনার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (২২ জুন) ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এই পরামর্শ দেন।
খন্দকার গোলাম ফারুক জানান, ‘ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকায় আমাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোরবানির পশুরহাট বসতে দেওয়া হবে না। কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে।
এ ছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ঈদের আগে, ঈদ এবং ঈদ পরবর্তী বিশেষ করে মানুষ ঢাকায় না ফেরা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র্যাব সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।