জুমবাংলা ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়ে ছাদে বিদ্যুতের তারে জড়িয়ে কুহিনুর রহমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার মক্রমপুর ইউপির নয়া পাথারিয়া গ্রামের জামে মসজিদে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কুহিনুর রহমান একই এলাকার সবুজ মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, ঈদ নামাজের পূর্বে ওই যুবক মসজিদের ছাদে উঠে মাইকের বিদ্যুতের তারের সংযোগ দিতে এ সময় ওই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।