Advertisement
জুমবাংলা ডেস্ক: ঈদের আগের চার দিন ও পরের দুদিন সাধারণ পরিবহন চলাচলের ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করা হবে। ঈদের সময় যে যেখানে থাকবে তাকে সেখানেই ঈদ উদযাপন করতে হবে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের একজন মন্ত্রী আজ বুধবার এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিবিসি বাংলাকে বলেন, ঈদের আগে ও পরে সব মিলিয়ে মোট সাত দিন সব ধরনের ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সবাইকে ঈদের সময় নিজ নিজ বাড়িতে বা বর্তমান অবস্থানে থাকার জন্য তিনি আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



