জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ২৫/৩০টি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ মার্চ)দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বাজারের চুরি মহালের একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দেন। ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
‘আমি চলে যাচ্ছি, মানুষের দেনা শোধ করে দিও’
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। অগ্নিকান্ডে অন্তত বাজারের ২৫/৩০ টি দোকান পুড়েছে। তবে, এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।