‘খুফিয়া’তে খোলামেলা দৃশ্যে উ ষ্ণ তা র পারদ ছড়ালেন ওয়ামিকা

‘খুফিয়া’তে খোলামেলা দৃশ্যে উষ্ণতার পারদ ছড়ালেন ওয়ামিকা

বিনোদন ডেস্ক : ১৬ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন ওয়ামিকা গাব্বি। তবে তেমন প্রচারের আলোয় আসার সুযোগ পাননি এই অভিনেত্রী। সম্প্রতি ‘জুবিলি’ সিরিজের পরই রাতারাতি হিট হয়ে যান ওয়ামিকা। এবার নিজের অভিনয় আর উষ্ণতার পারদ ছড়ালেন ‘খুফিয়া’তে।

‘খুফিয়া’তে খোলামেলা দৃশ্যে উষ্ণতার পারদ ছড়ালেন ওয়ামিকা

২০০৭ সালে ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব উই মেট’ সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করা ওয়ামিকা বর্তমানে বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘খুফিয়া’ দেখে অন্তত তেমনটাই ভাবছেন অনুরাগীরা। এর আগেও পর্দায় খোলামেলা ভূমিকায় দেখা গেছে ওয়ামিকাকে। তবে ‘খুফিয়া’তে নতুন করে নজর কাড়লেন এই অভিনেত্রী।

‘খুফিয়া’তে বেশ খোলামেলাভাবেই পর্দায় এসেছেন ওয়ামিকা। চরিত্রের প্রয়োজনে নিজেকে ঢেলে সাজাতেও আপত্তি নেই অভিনেত্রীর। ‘খুফিয়া’য় সেই চ্যালেঞ্জ যেন দারুণভাবে মোকাবেলা করলেন ওয়ামিকা। ‘খুফিয়া’তে আলি ফজলের স্ত্রী চারুর চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা।

এতে একাধিক বোল্ড দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। সিনেমাটির কিছু দৃশ্য ইতিমধ্যে ভাইরাল অনলাইনে। যার একটিতে বিকিনি পরিহিত দেখা যাচ্ছে ওয়ামিকাকে। খোলামেলা দৃশ্যের পাশাপাশি অভিনেত্রীর অভিনয়েও মুগ্ধ দর্শকরা। সামাজিক মাধ্যমেও প্রশংসা পাচ্ছেন ওয়ামিকা।

বিশাল ভরদ্বাজের সঙ্গে এর আগে ‘ফুরসাত’, ‘মডার্ন লাভ’, ‘চার্লি চোপড়া’তে কাজ করেছেন ওয়ামিকা। এবার পরিচালকের ‘খুফিয়া’তে অভিনয় জাদু দেখালেন তিনি।  এর আগে ‘জুবিলি’ সিরিজে নায়িকার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। ‘গ্রহণ’, ‘মাই’, ‘জুবিলি’ সিরিজের মতো বলিউডের আলোচিত সিরিজগুলোতে অভিনয় করেছেন ওয়ামিকা। সামনে ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির পরবর্তী হিন্দি প্রজেক্টের অংশ হতে চলেছেন ওয়ামিকা। যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

সূত্র : নিউজ ১৮