বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টুইটার বা পরবর্তী সময়ের এক্সের মালিকানা নেয়ার পর থেকেই উদ্ভট সব আচরণের কারণে খবরের শিরোনামে আসছেন ইলোন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতার এক মাইক্রো ব্লগ পোস্ট সম্প্রতি আলোচনায় এসেছে। এক্সে পোস্ট করা এক বার্তায় জানান, উইকিপিডিয়ার নাম পরিবর্তন হলে ১০০ কোটি ডলার দেবেন। খবর এনডিটিভি।
অনলাইনের এ মুক্ত বিশ্বকোষের কর্তৃপক্ষকে উদ্দেশ করে পোস্টটি করেন মাস্ক। বলেন, তারা যদি নাম পরিবর্তন করে ডিকিপিডিয়া রাখেন তাহলে আমি ১০০ কোটি ডলার দেবো।
মন্তব্যের ঘরে এক এক্স ব্যবহারকারী উইকিপিডিয়াকে মাস্কের প্রস্তাব মেনে নিতে অনুরোধ করেন। সেখানে তিনি বলেন, অর্থ নেয়ার পর উইকিপিডিয়া আবার আগের নামে ফিরে যেতে পারে। ব্যবহারকারীর এমন মন্তব্যের পর নতুন শর্ত জুড়ে দেন ইলোন মাস্ক। বলেন, অবশ্যই পরিবর্তিত নাম এক বছর স্থায়ী হতে হবে। আসলে আমি বোঝাতে চাচ্ছি, আমি বোকা নই।
মাস্ক তার আরেকটি পোস্টে উইকিপিডিয়ার মূলপাতার স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে অর্থ সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। লেখা আছে, ‘উইকিপিডিয়া বিক্রির জন্য নয়’ ও ‘এটি (প্রতিষ্ঠাতা) জিমি ওয়েলসের ব্যাক্তিগত আবেদন’।
মাস্ক তার পোস্টে ভক্তদের কাছে প্রশ্ন রেখেছেন, আপনি কি কখনো ভেবে দেখেছেন উইকিপিডিয়া ফাউন্ডেশন কেন এত অর্থ চায়? যদিও উইকিপিডিয়া পরিচালনায় এত অর্থের প্রয়োজন নেই। তিনি আরো বলেন, অনুসন্ধিৎসু মন জানতে চায়।
চলতি বছরের মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সমালোচনা করায় ইলোন মাস্ককে খোঁচা দিয়ে পোস্ট করেছিলেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি। মূলত এখান থেকেই দুজনের দ্বন্দ্বের সূত্রপাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।