স্পোর্টস ডেস্ক : শুরুতে ঝড় তুললেন লিটন দাস। মুশফিকুর রহিমকে নিয়ে মাঝপথে দলকে টানলেন মাহমুদউল্লাহ। শেষটায় নিয়মিত উইকেট হারালেও বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৭ উইকেটে ১৭৫ রান করেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৭ (শান্ত ১১, লিটন ৩৮, সাকিব ১০, মুশফিক ৩২, মাহমুদউল্লাহ ৬২, আফিফ ৭, মোসাদ্দেক ২, সাইফ ৬*, আমিনুল ০*; এনডিলোভু ৩-০-৩২-০, জার্ভিস ৪-০-৩২-৩, এমপোফু ৪-০-৪২-২, উইলিয়ামস ৪-০-২৬-০, বার্ল ১-০-১৩-১, মাতুমবদজি ৩-০-১৭-১, মাদজিভা ১-০-১০-০)
জিম্বাবুয়ে স্কোর : ১১ ওভারে ৬১/৬ (বাংলাদেশ ২০ ওভারে ১৭৫/৭)
প্রথম ওভারেই আমিনুলের উইকেট
কদিন আগে নিজের প্রথম বলে উইকেট পেয়েছিলেন তাইজুল ইসলাম। এবার আমিনুল ইসলাম উইকেট পেলেন তৃতীয় বলে। ফিরিয়ে দিলেন টিনোটেন্ডা মাতুমবদজিকে।
লং অফ দিয়ে তরুণ লেগ স্পিনারকে ওড়াতে চেয়েছিলেন মাতুমবদজি। টাইমিং করতে পারেননি। সীমানায় চমৎকার ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।
৯ বলে ১ ছক্কায় ১১ রান করেন মাতুবদজি। ৭ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৩৭/৪। ক্রিজে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গী রায়ান বার্ল।
প্রথম বলেই উইকেট পেলেন শফিউল
প্রথম দুই ওভারে দুই উইকেট হারানো জিম্বাবুয়েকে আরও চেপে ধরেন শফিউল ইসলাম। চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই শন উইলিয়ামসকে ফেরান এই পেসার।
সাকিবের বলে বোল্ড চাকাভাডাউন দা উইকেটে গিয়ে হাঁকাতে চেয়েছিলেন রেজিস চাকাভা। বল ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।
প্রথম ওভারেই সাইফের আঘাত
প্রথম ওভারেই আঘাত হানলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। উড়িয়ে মারতে গিয়ে টাইমিং করতে করতে পারেননি ব্রেন্ডন টেইলর। বল উঠে যায় আকাশে। মিড-অফে সহজ ক্যাচ নেন সাকিব আল হাসান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।