স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)- বলে মন্তব্য করলেন ক্যারিবীয় ক্রিকেট প্রধান রিকি স্কেরিট। করোনাভাইরাসের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এই আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে হলে ব্যয় কমাতে হবে বলে মনে করেন স্কেরিট।
করোনাভাইরসের কারণে বিশ্বে ৪৫ লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে সংক্রমিত হয়েছে। ক্রিকেটসহ বিশ্বের সকল খেলাধুলা বন্ধ হয়ে গেছে। গার্ডিয়ান মিডিয়া স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে স্কেরিট বলেন, ‘এই সঙ্কট আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। এটি যেন কোন অসুস্থতা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার মত এবং চিকিৎসক ওষুধ লিখছেন, এর মধ্যে আপনি স্টোক করেছেন!’
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড সফর ইতোমধ্যেই স্থগিত হযেছে। আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ ও দুটি টেস্টে রয়েছ তাদের। কিন্তু এ সিরিজটিও শঙ্কার মুখে। নিউজিল্যান্ড দলের ওয়েষ্ট ইন্ডিজ সফরও হুমকির মুখে। ক্যারিবীয় সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে কিউইদের। স্কেরিট বলেন, গত ডিসেম্বরে বোর্ডের হিসাবরক্ষণ বিভাগ ও আর্থিক পরিচালনার পরামর্শে ৬৩ পৃষ্ঠার একটি প্রতিবেন উপস্থাপন করা হয়।
এই কমিটি, ভবিষ্যতের আন্তর্জাতিক সফর, পুননির্ধারন বা স্থগিত হওয়া ইভেন্ট নিয়ে আগামী ২৭ মে বোর্ড সভায় তা উপস্থাপন করবে।স্কেরিট জানান, ‘এই কমিটি কোভিড-১৯ জরুরি অবস্থা কি সমস্যা সৃস্টি করেছ এবং এখন কি করা যায় তা নিয়ে সুপারিশ করবে। কিভাবে ব্যয় রোধ করা যায়, এসব বিষয় নিয়েও আলোচনা করবে। আমি মনে করি, আমাদের ব্যয় কমানোর সময় এসেছে। আমাদের ১শ ক্রিকেটারের তালিকা রয়েছে। বোর্ডকে পেশাদার লিগের অর্থায়ন করতে হয়েছিল। এটি আমাদের জন্য বড় ব্যয় ছিল এবং এ সমস্ত ব্যাপারে নজরদারি করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।