ডেস্কটপ ও টাস্কবারের সেটিং এ বৈচিত্র্য এসেছে
উইন্ডোজ ১০ থেকে ১১ তে আপডেটের মাধ্যমে মাইক্রোসফট ডেস্কটপের ডিজাইনে পরিবর্তন নিয়ে এসেছে আর নতুন ফিচারও যুক্ত করেছে। ক্রোম অপারেটিং সিস্টেমের সাথে উইন্ডোজ ১২ এর ডিজাইনের বেশ মিল আছে। টাস্কবারের পজিশন ও অ্যাপস এর ডিজাইনে খানিকটা পরিবর্তন এসেছে।
উইন্ডোজ ১০ থেকে ১১ তে পরিবর্তন হওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা আজ আলোচনা করা হবে। উইন্ডোজ এর স্টার্ট মেনু আমরা সবসময় বামদিকে কোণায় দেখতে অভ্যস্ত। তবে উইন্ডোজ ১১ তে স্টার্ট মেনু টাস্কবারের মাঝামাঝি জায়গায় রাখা হয়েছে। তবে আপনি চাইলে সহজে তা পুনরায় বামে সরিয়ে নিতে পারবেন।
টাস্কবারের সেটিং থেকে এ কাজ সহজে করতে পারবেন। সেটিং অপশনে ”Task Behaviors” মেনু থেকে Task alignment এ Left অপশন চালু করুন। স্টার্ট মেনু সহ অন্যান্য মেনু একেবারে বামে সরে যাবে। রাইট ক্লিকে শুধু গুরুত্বপূর্ণ অপশন রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ড পিকচার পরিবর্তন করা যাবে। প্রিন্ট এর কাজ এখান থেকেই দ্রুত করতে পারবেন।
কুইক সেটিং অপশন থেকে wifi, bluetooth, ব্যাটারি, স্পিকার এ ফিচার কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে আরও ফিচার যুক্ত করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। একের অধিক ডেস্কটপ ব্যবহার করতে পারবেন। ভার্চুয়াল ডেস্কটপ ব্যবহারের ফিচার রয়েছে।
কোন ডেস্কটপে কী কী অ্যাপস ব্যবহার করবেন তা নিজেই ঠিক করতে পারবেন। টাস্কবারের নিউ উইজেড মেনু আপনাকে অনেক ধরনের তথ্য সরবরাহ করবে। আবহাওয়া, খেলার স্কোর, পণ্যের দাম, যানজটের অবস্থা, ক্যালেন্ডার, করণীয় কার্যাবলি, ডেইলি নিউজ ইতাদি বিষয় আপনার চোখের সামনেই থাকবে। মজার বিষয় হচ্ছে উইজেড মেনু আপনি নিজের চাহিদামতো কাস্টোমাইজ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।