বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : উইন্ডোজ ১১-এর ভুয়া ইনস্টলারের বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে এইচপির সাইবার নিরাপত্তা বিভাগ। অনলাইন ইনস্টলারটিতে রেডলাইন স্টিলার ম্যালওয়্যারের অস্তিত্ব রয়েছে। খবর টেকরাডার।
রেডলাইন স্টিলার এমন একটি ক্ষতিকর ম্যালওয়্যার, যা ব্যবহারকারীর পাসওয়ার্ড, ব্রাউজার, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, ব্যাংক লেনদেন, ক্রেডিট কার্ডসহ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্ষম।
সম্প্রতি মাইক্রোসফট বাজারে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম উন্মোচন করে। যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ভার্সনে আপডেট করে নিতে পারবেন। এজন্য কম্পিউটারের নির্ধারিত হার্ডওয়্যার থাকতে হবে। হ্যাকাররা ইনস্টলার ডাউনলোডকে কেন্দ্র করে মাইক্রোসফটের নামে অনলাইনে উইন্ডোজ ১১-এর ভুয়া ইনস্টলার ছড়িয়ে দেয়।
প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, এইচপির গবেষকরা মাইক্রোসফটের অফিশিয়াল পেজের অনুরূপ আরেকটি ভুয়া ডোমেইনের সন্ধান পান। এরই মধ্যে অধিকাংশ ক্ষতিকর লিংক বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে। তবে কিছু লিংক এখনো সচল।
যেসব ব্যবহারকারী অনলাইন থেকে ক্ষতিকর ইনস্টলেশন ফাইল ডাউনলোড করেছে তাদের কম্পিউটারে উইন্ডোজ১১ ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট নামে একটি জিপ ফাইলের সন্ধান পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, ফাইলটিতে ১ দশমিক ৫ মেগাবিটের ছয়টি উইন্ডোজ ডিএলএল, একটি এক্সএমএল ও একটি বহনযোগ্য এক্সিকিউটেবল ফাইল রয়েছে। ফাইলটি আনজিপ করার পর ব্যবহারকারীরা ৭৫৩ মেগাবিট ফোল্ডার দেখতে পান। সেখানে এক্সিকিউটেবল ফাইলটিই ৭৫১ মেগাবিটের।
ফাইলগুলোয় ক্ষতিকর রেডলাইন স্টিলার ম্যালওয়্যার রয়েছে। এটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ব্যক্তির অবস্থান, সিকিউরিটি সফটওয়্যারের ইউজারনেম, হার্ডওয়্যারের তথ্যসহ আরো অনেক তথ্য চুরিতে সক্ষম। ম্যালওয়্যারটি ফাইল আপলোড, ডাউনলোডের পাশাপাশি সি২ সার্ভারের মাধ্যমে হ্যাকারদের কাছে ব্যক্তিগত তথ্যও পাচার করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।