মাইক্রোসফট চায় যেন মানুষ উইন্ডোজ ১০ ছেড়ে উইন্ডোজ ১১ ব্যবহার করুক। তবে উইন্ডোজ ১১ এর অনেক কিছুই ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর মনে হয়েছে। আজ আর্টিকেলে এসব বিরক্তকর ফিচার নিয়ে আলোচনা করা হবে।
অনেকেই উইন্ডোজ ১০ ছেড়ে উইন্ডোজ ১১ তে আসতে পারে না সিস্টেমের ঝামেলার কারণে। মাইক্রোসফট TPM 2.0 ফাংশন চালু করতে চায় তবে পুরনো মাদারবোর্ডে এটি সাপোর্ট করে না।
আপনি এটিকে বাইপাস করেও উইন্ডোজ ১১ ইন্সটল করতে পারবেন তবে এতে আপনাকে অতিরিক্ত ঝামেলা পোহাতে হবে।
উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে স্টার্ট মেনু। কারণ এখান থেকে প্রয়োজনীয় সকল প্রোগ্রামের ব্যবহারের এর ক্ষেত্রে সহজ এক্সেস পাওয়া যায়। উইন্ডোজ ১১ এর স্টার্ট মেনু স্ক্রিনের মাঝে দেওয়া হয়েছে এবং এটির ফাংশন উইন্ডোজ ১০ এর মত সুবিধা যোগ্য নয়।
সাধারণত উইন্ডোজ থেকে আপনি কোন অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিলিট করতে হলে টাস্ক ম্যানেজারের সাহায্যে তা করা যায়। দুর্ভাগ্যবশত উইন্ডজ ১১তে টাস্ক ম্যানেজারের সহজ এক্সেস আর নেই।
সাধারণত উইন্ডোজ ১০ এ মাউসের রাইট বাটনে ক্লিক করলে অনেক অপশন এবং কমান্ড দেখতে পাওয়া যায়। পাশাপাশি কনটেক্সট মেনু বেশি গুরুত্বপূর্ণ । এবার উইন্ডোজ ১১ তে এসব বিষয়ে Access করতে হলে অতিরিক্ত ধাপ পার হতে হচ্ছে যা বিরক্তিকর।
অনেক ব্যবহারকারীরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যতীত উইন্ডোজ ব্যবহার করতে চায়। এর বেশ কিছু সুবিধাও রয়েছে। তবে মাইক্রোসফট ব্যবহারকারীদের এখন অ্যাকাউন্ট তৈরি করতে বাধ্য করছে। তা না হলে উইন্ডোজ ১১ প্রো ভার্সন ইন্সটলের ঝামেলা পোহাতে হচ্ছে।
‘Open File Location’ মেনু ব্যবহারকারীদের জন্য খুবই প্রয়োজনীয়। তবে উইন্ডোজ ১১তে এই গুরুত্বপূর্ণ ফিচারটি তুলে নেওয়া হয়েছে। এ ফিচার না থাকে ব্যবহারকারীরা বেশ অবাক হয়েছে।
প্রযুক্তিবিদরা ব্যবহারকারীদের পরামর্শ দিচ্ছে যে এখন উইন্ডোজ ১১তে শিফট করা উচিত হবে না। মাইক্রোসফট এখনো এটিকে ব্যবহারের উপযোগী করে তুলতে পারেনি। কাজেই উইন্ডোজ ১০ ব্যবহার করাই সবার জন্য উত্তম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।