বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০২১ সালের শেষে উইন্ডোজ ১১তে ভয়েস অ্যাকসেস ফিচার পরীক্ষার কথা জানিয়েছিল মাইক্রোসফট। এ ফিচারের পাশাপাশি এবার ভার্চুয়াল কি-বোর্ডে ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর গ্যাজেটসনাও।
ভয়েস অ্যাকসেস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণ কাজ পরিচালনা করতে পারতেন। অ্যাপ চালু বা বন্ধ করা, ওয়েব ব্রাউজারে কোনো কিছুর সন্ধানসহ বিভিন্ন কাজ অনায়াসেই করা সম্ভব। চাইলে যে কেউ ভয়েস কমান্ডে টাইপিং বা মাউস কার্সরও নিয়ন্ত্রণ করতে পারবেন। বর্তমানে উইন্ডোজ ইনসাইডার আপডেটের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ডে ফিচারটি যুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
ব্লগপোস্টে দেয়া বিবৃতিতে মাইক্রোসফট জানায়, বর্তমানে ব্যবহারকারীরা শো বা হাইড কি-বোর্ড কমান্ডের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ড চালু ও বন্ধ করতে পারবেন। আগে থেকে ফিচারটি ব্যবহারের সুবিধা থাকলেও নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা নাম, ই-মেইল অ্যাড্রেস উচ্চারণ, নম্বর লেখা, বিরাম চিহ্ন, প্রতীক ও ইমোজি ব্যবহার করতে পারবেন।
ভয়েস কমান্ডের মাধ্যমে ভার্চুয়াল কি-বোর্ড চালু করার পর ব্যবহারকারীরা প্রত্যেক কি’র উপরে আলাদা নম্বর দেখতে পারবেন। নম্বরগুলো ভয়েস কমান্ডের মাধ্যমে কি প্রেসে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, ব্যবহারকারী জি বাটন প্রেস করতে চাইলে ক্লিক ১৮ ভয়েস কমান্ড দেবেন। ইমোজি দেয়ার ক্ষেত্রেও একি পদ্ধতি ব্যবহার করা যাবে।
এছাড়া ব্যবহারকারীদের সহজে কাজ সম্পন্ন করতে এবং তাদের সৃষ্টিশীলতাকে উৎসাহ প্রদানে উইন্ডোজ ১১-তে রয়েছে নতুন ও সহজ ইন্টারফেস এবং সাবলীল সব ফিচার। স্ক্রিনের কেন্দ্রে থাকা স্টার্ট বাটনটি ক্লিক করে ব্যবহারকারীরা সহজেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলি খুঁজে নিতে পারবেন। স্টার্ট বাটনটি ক্লাউড ও মাইক্রোসফট ৩৬৫ ব্যবহার করে, যা বিভিন্ন ডিভাইস ও প্ল্যাটফর্মে ব্যবহৃত সর্বশেষ ফাইল ব্যবহারকারীদের দেখাবে। এতে ব্যবহারকারী অ্যান্ড্রয়েড বা আইওএস অন্য কম্পিউটারে কাজ করা সর্বশেষ ডকুমেন্ট সহজেই খুঁজে নিতে পারবেন।
উইন্ডোজ ১১-এর স্ন্যাপ লেআউট, স্ন্যাপ গ্রুপ ও ডেস্কটপ এর মতো ফিচারগুলো আরো ভালোভাবে উইন্ডোজ ব্যবহারে সহায়তা করবে। পাশাপাশি ব্যবহারকারীরা স্ক্রিন রিয়েল এস্টেট (কোনো অ্যাপ্লিকেশনের আউটপুট প্রদানে ডিসপ্লে’তে থাকা জায়গা) -এর সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। কম্পিউটারের স্ক্রিনে একইসঙ্গে কয়েকটি উইন্ডোজ ব্যবহারের সুবিধার পাশাপাশি একাধিক অ্যাপ পাশাপাশি রেখে একসঙ্গে সাবলীলভাবে কাজ করার সুবিধা পাওয়া যাবে। ডেস্কটপের মাধ্যমে কাজ, গেমিং বা স্কুলসহ যেকোনো জিনিসের জন্য ব্যবহারকারীরা স্পেস কাস্টোমাইজ করতে পারবেন এবং সেগুলো সুবিধা অনুযায়ী পরিবর্তন করাতে পারবেন।
উইজেটস-এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দসই তথ্য জানতে পারবেন। এটি এআই প্রযুক্তির ব্যবহার করে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নির্বাচিত নিউজ ফিড দেখাবে। হালনাগাদ উইন্ডোজে মাইক্রোসফট এজ ব্রাউজারে ব্রাউজিং অভিজ্ঞতা হবে আরো উন্নত। ক্রিয়েটর ও পাবলিশারদের জন্য উইজেটস পার্সোনালাইজড কন্টেন্ট প্রদানে নতুন রিয়েল এস্টেট চালু করবে।
হাইব্রিড ওয়ার্ক (অনলাইন ও অফলাইনে কাজের সমন্বয়) ও শেখার ক্ষেত্রে সুরক্ষিত অপারেটিং সিস্টেম প্রদানে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে উইন্ডোজ ১১। এতে বিল্ট-ইন সুরক্ষা প্রযুক্তি রয়েছে এবং বিভিন্ন ডিভাইস ব্যবহারে ও তথ্য সুরক্ষিত রাখতে রয়েছে জিরো ট্রাস্ট-রেডি অপারেটিং সিস্টেম।
গেমিং, বিনোদন ও কানেক্টেড থাকার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা
উইন্ডোজ ১১- এর সঙ্গে রয়েছে নতুন অল-নিউ মাইক্রোসফট স্টোর। এতে রয়েছে ফার্স্ট ও থার্ড পার্টি অ্যাপের বিশাল ক্যাটাগরি। অ্যান্ড্রয়েডের অ্যাপগুলোও এখন থেকে প্রথমবারের মতো মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে। ব্যবহারকারীরা অ্যামাজন অ্যাপ স্টোরের মাধ্যমে সেগুলো ডাউনলোড করতে পারবেন। এই দারুন ব্যাপারটি সম্ভব হয়েছে মাইক্রোসফট ও অ্যামাজনের পার্টনারশিপের মাধ্যমে।
উইন্ডোজ ১০ এর মতোই উইন্ডোজ ১১-তেও অ্যাপ অ্যাসিউর এর মাধ্যমে অ্যাপ কম্প্যাটিবিলিটি নিশ্চিত করেছে মাইক্রোসফট। অ্যাপ এসিউর এর মাধ্যমে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই ১৫০ বা তারও বেশি অ্যাপ বিষয়ক সমস্যার সমাধান করা হয়।
উইন্ডোজ ১১ সিস্টেম হার্ডওয়্যারের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করবে; ফলে, সাম্প্রতিক কিছু গেমিং প্রযুক্তি উইন্ডোজ সমর্থন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।