নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ ডিসি হিল পার্কে রোপনের জন্য জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে ৫টি উইলো গাছ হস্তান্তর করেছে বিশ্বের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক।
আজ (২৩ আগস্ট) জেলা প্রশাসন কার্যালয়ে ব্র্যাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ ইনামুল হাসান ডিসির হাতে উপহার হিসেবে উইলো গাছ তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এ মালেক উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসন চট্টগ্রামের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ২০২৩ সালে ২৩ লাখ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নে ব্র্যাক চট্টগ্রাম জেলায় ৮৬৬৯ টি ফলজ, বনজ এবং ওষধি গাছ রোপন করেছে।
এ সকল বৃক্ষের মধ্যে ১নং ঝিলপাড় এলাকায় -১০০ টি নিম গাছ, ১০০ টি মেহগনি গাছ এবং নারিকেল গাছ রোপন করা হয়। এর পাশাপাশি আনোয়ারা উপজেলয় ৯৩১টি গাছ, কর্ণফুলি উপজেলায় ১৩৩টি, পটিয়া উপজেলায় ৫৩২ টি, বাশখালী উপজেলায় ৭৯৮টি, সাতকানিয়া উপজেলায় ৩৯৯টি, চন্দনাইশ উপজেলায় ৩৯৯টি, বোয়ালখালী উপজেলায় ২৬৬টি, সিতাকুন্ড উপজেলায় ৫৩২টি, লোহাগড়া উপজেলায় ৭৯৮টি, সন্দ্বীপ উপজেলায় ১৩৩টি , ফটিকছড়ি উপজেলায় ৬৬৫টি, হাটহাজারী উপজেলায় ৬৬৫টি, রাঙ্গুনিয়া উপজেলায় ৬৬৫টি, রাউজান উপজেলায় ৯৩১টি এবং মিরসরাই উপজেলায় ৫৩২ টি নারিকেল গাছসহ মিরসরাই উপজেলাতে ১০০ টি তাল গাছের চারা রোপন করা হয়।
বৃহত্তম বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ব্র্যাকের এই বৃক্ষরোপন কর্মসূচী অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।