কুবি প্রতিনিধি: উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষক। এই সাতজন শিক্ষকের মধ্যে ছয়জন পিএইচডি ডিগ্রি এবং একজন শিক্ষক যাবেন স্নাতকোত্তর ডিগ্রি নিতে।
আগামী বছরের বছরের শুরুতেই ডিগ্রি নেওয়ার উদ্দেশে তাদের আমেরিকায় যাত্রা করার কথা রয়েছে।
সাত শিক্ষকের মধ্যে কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্সে পিএইচডি নিতে বার্মিং হামের ইউনিভার্সিটি অফ এলাবামায় যাচ্ছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে ইংলিশ স্টাডিজের ওপর পিএইচডি ডিগ্রি নিতে যাবেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রাবেয়া খাতুন যাবেন ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী বায়োকেমিস্ট্রির ওপর পিএইচডি নিতে যাবেন মিয়ামির ফ্লোরিডা স্টেইট ইউনিভার্সিটিতে, ফলিত পদার্থবিজ্ঞানের ওপর পিএইচডি করতে ইউনিভার্সিটি অফ আর্কানসাসে যাবেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা হক।
এছাড়াও পিএইচডি ডিগ্রি নেয়ার জন্য ফ্লোরিডা স্টেইট ইউনিভার্সিটিতে যাচ্ছেন রসায়ন বিভাগের প্রভাষক দেবাশীস সেন।
অন্যদিকে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি নিতে ওয়েস্টার্ন ইলিয়নিস বিশ্ববিদ্যালয়ে যাবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সিমু দে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।