ভূত-প্রেত বিশ্বাসীরা বলেন, ভূতদের নাকি মাটিতে ছায়া পড়ে না। আকাশে পাখি কিংবা বিমান উড়ে যায়, কিন্তু অনেক খুঁজেও মাটিতে তার ছায়া দেখা যায় না। তাই বলে এদের ভূত বলে গণ্য করা মোটেও ঠিক হবে না। তাহলে কারণটা কী?
এর উত্তর জানার আগে জানতে হবে, কোনো বস্তুর ছায়া কেন পড়ে? আসলে আলো সরল রেখায় চলে। তার গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু এসে পড়লে বা বাধা পড়লে আলো তা ভেদ করে যেতে পারে না। তাই ওই বস্তুটির ছায়া পড়ে। অবশ্য ছায়ার আকার বস্তুর আকারবিশিষ্ট হয়। আকাশে উড়ন্ত চিল বা বিমানও তো সূর্যের আলোর মাটিতে আসার পথে বাধা সৃষ্টি করে। সেই হিসাবে তাদেরও ছায়া পড়ার কথা।
সত্যি বলতে কী, ওদেরও ছায়া পড়ে।কিন্তু আলোকের উৎস বা সূর্যের তুলনায় চিল বা বিমানের আকার অত্যন্ত ক্ষুদ্র।এ কারণে সেই ছায়া মাটিতে পড়ার আগেই ক্ষুদ্র একটি বিন্দুতে পরিণত হয়।তাই সে ছায়া সাধারণত মাটিতে পড়ে না বা দেখা যায় না।কিন্তু চিল বা বিমান মাটির একদম কাছ দিয়ে উড়ে গেলে তার ছায়া অবশ্যই মাটিতে পড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।