নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসেতুর নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৯টার দিকে টঙ্গী স্টেশন রোডের ৬৮ নম্বর পিলারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই যুবককে হত্যা করে মরদেহটি উড়ালসেতুর নিচে ফেলে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, “মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



