উ. কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে আমেরিকার নীতির সমালোচনা করেছে চীন। একইসঙ্গে উত্তর কোরিয়ার ব্যাপারে নমনীয় হওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, উত্তর কোরিয়া সংকট সমাধানের চাবিকাঠি আমেরিকার হাতে রয়েছে। খবর পার্সটুডে’র।

জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন

চীনা রাষ্ট্রদূতের এ বক্তব্য এমন সময় প্রকাশিত হলো যখন সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে চীন ও রাশিয়া স্বাক্ষর করেনি। উত্তর কোরিয়া গত কয়েক সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞায় শিথিলতা চায় চীন ও রাশিয়া। কিন্তু আমেরিকা বলছে, সেটি করা হলে তা হবে ‘খারাপ আচরণের’ ভালো পুরস্কার।

উত্তর কোরিয়া সাম্প্রতিক স্বল্প ও মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আরো পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রচ্ছন্ন হুমকি দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত নিউ ইয়র্কে সাংবাদিকদের আরো বলেছেন, আমেরিকার উচিত উত্তর কোরিয়ার ব্যাপারে আরো বেশি নমনীয় আচরণ করা। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসা শুরু করার পর পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের পাশাপাশি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেছিল।